শূণ্য থেকে শূণ্যে অনবরত ঘাই মারছে শেয়ার আর শেয়ার
প্রতারিত ও হতাশ বুদ্ধুরা কমন্ডুলে ঢালছিল মদ
ঢ্যামনা সমাজ তাদের জটিল লালায় আঁকছিল ধনবানদের ছবি
ঝা চকচকে গাড়ি ,হীরের নেকলেশ , নোটভর্তি ব্রিফকেস
শ্রেনীসচেতনতা ক্রমশঃ প্রাচীন ইতিহাসের জীর্ন পাতা
কোন এক অন্ধকারে অচেনার মতন বসে আছে ইশ্বর !
আজ কাকতাড়ুয়াদের কাজ নেই ভয়ঙ্কর পঙ্গপালদের উদর ভর্তি তাতে দেদার ফূর্তি
মদের বদলে রক্ত , গাছের বদলে ক্যাকটাস আর নৌকাবিলাস
সত্য এখন বেশ্যাখানায় , জেলখানার গারদে গারদে , জ্বলন্ত চুল্লীতে
হাততালি একগাদা হাততালির মধ্যে আমরা পরস্পরের দিকে জিভ ভেঙচিয়ে বলছি ভাল আছি ।