ভিজে ঠোঁট, ঝাপসা দৃষ্টিতে
আকাশের কোণে কালো মেঘ
ওড়নাটা চাপা দেওয়া থাক,
ঘন নিঃশ্বাসে উদ্বেগ !
আগুন কি নিভেছে তখনই
খোলা জানালায় শীত করে,
দুয়ারে এঁটেছো বুঝি খিল ?
বড্ড খিদে হা-ঘরে !
মুখ ঢাকা আঁচলের কোণে
তবুও বৃষ্টি নামে যখন-
সব কিছু ভিজে গেল বুঝি ?
নিরাপদ, সন্তর্পণ…