বিকেলের ছায়া এলে লিখে রাখি ছাপ
ছাপ ধুয়ে সাফ্ করে শিশিরের তাপ ।
পেয়েছি অনেকানেক আভূমি আশ্বাস
আমার নিঃশ্বাসে তবু টাইটানিক শ্বাস !
যত আঁকি উল্কি -আয়ু গোপন প্রস্তরে
নিরাসক্ত বুদবুদ দৃশ্যমান করে ।
আদায় করেছি যত আরোগ্য বটিকা
হজম করেছি তত আলোকবর্তিকা ।
অতঃপর ছুঁয়ে ছুঁয়ে ছোঁয়াচে অসুখ
যাই যাই চৌকাঠে সেঁটে আছি মুখ !