অসফল ভাবনার পলি জমে জমে
হতে পারে ময়নাদ্বীপ ,
প্রতীক্ষায় আছি ।
সহস্র নিরস্ত স্রোতের স্বেচ্ছামৃত্যু শ্রমে
মোহনার অমরা মুকুট ।
শত শত মুকুলের ঝরে -যাওয়া শহীদ বেদীতে
পতপত পতাকায় স্মরণীয় শাঁসের আস্বাদ ।
অক্ষৌহিনী দৃশ্য -চোখ চির -বিনিদ্র ব’লে
সহাস্য স্মৃতির জাগরী আহ্লাদ ।
অতঃপর ,
বাতিল শব্দের নিঃস্বার্থ নিশ্বাস নিয়ে
অপটু চিত্রকল্প কিছু কবিতার ভেলায় তুলেছি ।
ময়নাদ্বীপ যাবো !