সালেহা তোর সুখগুলো দিবি
ঘর বাঁধবি তোরসার চরে,
কচুরিপানার সাথে ভেসে আসা
দু:খগুলো সরিয়ে আয়
খুঁজে নেই পায়ের তলার শক্ত ভিত
তুই এলো চুলে দাঁড়াবি, রক্তরাঙা গোধূলির
মেঘ খেলে যাবে তোরসার জলে
ফলাবি তরমুজ নদীর চরে
কমলা আঁচল ওড়াবি হাওয়ায় !
বর্ষার জলে ধুয়ে নিয়ে যাবে ঘরদোর
সে সব জেনেও আবার ঘর বাঁধবি
আবার স্বপ্ন বাঁধবি
তোরসার চরে ,
তোর শ্যামলা মুখে উঁকি মারা ছোট্ট তিল
তোর প্রাক্তন প্রেমিকের চুমু খাওয়া
বাদামি ঠোঁট
সব ধুয়ে নিয়ে তোরসার জলে
আয় নৌকোর পাল তুলে দেই
সভ্যতার নোঙরা মায়াজাল ভেঙে আয়
একটু ভালোবাসতে শিখি ।