তোমার প্রেমের কবিতা পড়তে পড়তে
কখন যেন হয়েছি আনমনা,
দূরত্ব কিছু রেখে চুপিচুপি দিই ডুব
তোমার মনের গোপন গভীর কোণ,
সেখানে দেখি তোমার দুরন্ত শৈশবের স্মৃতি,
টুকরো কোলাজে সযতনে রেখেছ মধুর ক্ষণ,
আমিও তখন শৈশবে তোমার সঙ্গে করছি খুনসুটি,
আহ্লাদী মন ঠিক তখনই উচ্ছসিত দিশেহারা,
কবিতার মাঝে বেশ দূরের দেশে তখন যাই উড়ে উড়ে
মনে মনে ভেসে ভেসে,
কিন্তু দোহাই আটকে রেখো না যেন কোনো ছলে বলে!
সাঁঝের বেলা নিজের উঠোনে দেখি আকাশ,
ভরেছে চাঁদ আর তারায়,মেঘের সাথে ওরাও কেমন খেলছে লুকোচুরি,
দূর থেকে ভেসে আসা অজানা সুরে সুরে,
তোমার কবিতায় ওগো কবি শতেক মুগ্ধতায়
মোর মন কেন বারে বারে তোমার কবিতা পড়ে!