জীবন নদী বয়ে চলেছে আপন বেগে
আমরা দাঁড়িয়ে আছি এই নদীর তীরে।
কখন আসবে ডাক যাবার তরে
এ বিভীষিকাময় জগৎসংসার ছেড়ে।
চারিদিকে মৃত্যু-মিছিল চলছে এ পৃথিবীতে।
মুছে যাবে মানবসমাজ এ করাল থাবাতে।
জানি না কবে হবে এই অপেক্ষার শেষ
কবে আসবে সেই পরপারের ডাক?
জানিনা সে কথা,জানিনা তোমার অভিলাষ
অপেক্ষারত আমি তোমার ডাকের আশ।
মানুষরূপি শয়তান এরা হায়নার থেকেও হিংস্র
মানবকূলকে ধ্বংস করে তবেই হবে শান্ত।
হে মাতা তুমি হওগো সহায়,করো রক্ষা মোদের
না হলে দাও মা মুক্তি তোমার কাছে নিয়ে।
কাটেনা এই অপেক্ষার ক্ষণ
কবে আসবে তোমার ডাক তোমার তরফ থেকে।
করি মিনতি মা তোমার কাছে
হয় দাও মুক্তি,নয় দাও মা এই জীবনের অবসানে।