ও গানওয়ালা, তুমিতো ছিলে স্বাধীনচেতা,
তোমার লেখা গানে আগুন ঝরাতো।
তোমার লেখায় ছিল জীবনবোধের দাম,
স্বাধীনতার দাম তোমার থেকেই জেনেছিলাম।
স্বাধীনতার মানে তুমি বলেছিলে,
তোমাকে যেন মনে হতো চারণকবি বলে।
তোমার লেখা গানে পেয়েছিলাম পল্লী সমাজের কথা,
তাদের জীবনদর্শন তাদের রোজের ব্যথা।
শহরের ইতিকথাও তোমার লেখায় পেলাম,
বাংলা গানের দিকপাল হয়ে গেলে তখন।
তোমার গান সব সময় সর্বত্র বাজতো,
তোমার গানেই জীবনবোধটা যে জাগতো।
তুমি চলতে নিজের ছন্দে নিজের মত করে,
সেভাবেই আপন করে নিলে বাঙালিরে।
কিন্তু যেন মনে হয় সুর তাল গেছে কেটে,
তাই তো আর যায় না সোনা তোমার গান মোটে।
তাহলে কি তুমিও বিক্রি হলে? ওগো গানওয়ালা,
তোমার মনিবের পদলেহন করছো যে সারাবেলা।
ধীরে ধীরে মানুষ তোমায় যাচ্ছে যে ভুলে,
শিরদাঁড়াটা সোজা রেখে আবার ওঠো জ্বলে।।