তখন বয়স আমার আঠারো তোমার ষোলো
প্রথম দেখাতেই বেসেছিলাম ভালো
সেকি উদ্দাম জীবন, মনে হতো সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে।
স্কুল জীবন শেষে হল ছাড়াছাড়ি,
আবার কলেজে এসে মিললাম একসাথে।
কলেজ শেষ হবার আগেই পারিপার্শ্বিক চাপে নতিস্বীকার করতেই হল আমাদের।
আজ প্রায় চল্লিশ বছর পর আবার দেখা হল তোমার সাথে।
দুজনেরই পলিত কেশ লোলচর্মসার দেহ
মনটা কিন্তু তোমাকে দেখেই ছুটে গেছে তোমার কাছে।
জানিনা তোমার মনেও কি দোলা দিয়েছিল?
এই পড়ন্ত বিকেলে, ভোরের ফুল হয়ে ধরা দিলে আমার কাছে।
আজ এই বৃদ্ধাশ্রমের খোলা আকাশের নিচে শুরু হল আমাদের প্রেমের পুনঃপ্রতিষ্ঠা।
আবার সেই কৈশোরের প্রেম মুহুর্তে ধরা দিল আমাদের মাঝে।
তোমার মধ্যেও সেই চপলতা ধরা পড়লো
মনে হলো সেই দিনগুলিতে ফিরে গেছি আমরা।
যে ভোরের ফুল একদিন ঝরে গেছিল
আজ এই মননে তা পূর্ণতা দিয়ে গেল।।