ব্যান্ডেজ বাঁধা, মাস্কপরা,
মুখ ঢাকা গণতন্ত্র!
বোঝার উপায় নেই,
কোন্ তন্ত্রে বেঁচে আছি!
মাক্সের আড়ালে বুঝি
একনায়কত্ব নির্বিচারে চলে!
পোশাকটা গণতন্ত্রের হলেও
মুখোশটা একনায়কতন্ত্রের!
কেউ বলতে সাহস পায় না
এটা কি উলঙ্গ তন্ত্র?
সারাদিন মৃত্যুর মিছিল চললেও
কেউ বলে না,মানুষের এই
অকাল মৃত্যুর জন্য দায়ী কে?
হাজার হাজার লাশ যখন
চিতার আগুনে দাউ দাউ জ্বলে,
রাজা তখন মঞ্চে মঞ্চে নিজেকে
জাহির করতে ব্যস্ত !
ফালতু মানুষের কথা ভেবে
কে আর বৃথা সময় নষ্ট করে!
রাজা সাহেব এখন ক্ষমতা
বিস্তারে ব্যস্ত।
অক্সিজেন নেই, ওষুধ নেই,
বেড নেই, খাবার নেই,
কে রাখে খবর তার?
যারা জন্মেছে মরার জন্য,
তারা মরলে ভাবার কী আছে?
গদী মজবুত হ্যায় তো
দেশভী মজবুত হ্যায়!