আমার কাধের ঝোলাটা ভীষন ভারি
যা আছে তা খুব জরুরি ভীষন দরকারি
আছে দুঃখ বেদনা যন্ত্রণা বিরহের কনা
আছে অনেক উদাসী বিকেল
রাত জাগা পাখি দের শূন্য ডানা
হাহাকার মেশানো কান্না আর চোখের জল
রাখা আছে কমন্ডলুতে ভরে
মনের গভীরে এক কোনে
এই ভার বইতে পারি না আর
বয়ে গেছে কত বেলা
তোমাকে ডেকেছি বহুবার
এই ভারের কিছু টা তোমাকে দেবার
ফিরে ও তাকাওনি তুমি কোথায় সময় তোমার
তোমার শূন্যতায় বহুবার ছুটে গেছি
তোমার জীবনের উদভ্রান্ত বিকেলে
গোটা রাত অমাবস্যা থেকে পূর্ণিমায় ।
অবসন্ন হয়ে শূন্য বুকে ।
আজ বুঝি তা ছিল তোমার প্রয়োজন
তোমার নিছক ছলনা
একটা কাধ চেয়েছি আমার আধখানা
বোঝা বইবার
একজন উত্তরীয়।