তুমি তো প্রকৃতি নও
তোমার চোখে কেন কাজল
ঠোঁটে রং
চলনে বলনে এত ঢং
কেন সাজতে হয় সং
তুমি তাকিয়ে দেখো
পাহাড়ের চূড়ায় যখন বরফ জমে
গ্লেসিয়ার হয়
ঝলসে যায় চোখ সৌন্দর্যের ইশারায়
ধবল জ্যোৎস্নার বুক চিড়ে উড়ে যায় রাত জাগা পাখি
নিঝুম সন্ধ্যায় জ্যোৎস্নার আলো মেখে
ঝুম হয়ে পড়ে থাকে রাতের বাগান
ছুটন্ত গাড়ি থেকে ভেসে আসে দুর সীমারেখা
গাছপালা ঢাকা
কখনো দেখেছো কি
নদী বয়ে যায় আপন গানের ভাষায়
আকাশের তারারা যখন
সমুদ্রের জলে স্নান করে
ভোররাতে আধো অন্ধকারে
দেখেছো কি ফুলের হাসিতে ভরে যায় গাছ
কখনো কি তাহাদের রঙ লাগে?
ঢঙ?
কিসের বড়াই তোমার
দেখেছো কি রাতের অন্ধকার
আমি তাই ভালোবাসি
কোন নারী নয়, প্রকৃতিকে
আমি চলে যেতে চাই
কোন এক নক্ষত্রের ছায়ায়
বনানীর অঞ্চলে
আমি প্রকৃতিকে ভালবাসি, কোন নারী নয়।