অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলাম তার নিষ্পাপ
মুখের দিকে,
তীক্ষ্ণ নম্র তার দৃষ্টিতে ছিল হয়তো সাম্যের আহ্বান,
শহরতলির বস্তির স্যাঁতসেঁতে ঝুপড়ি ঘরে
সর্বাঙ্গীণ বিকশিত হবে কি মেধাবী শৈশব !
শহরতলির আনাচে কানাচে শত সহস্র নিষ্পাপ
মুখের সারি হারাচ্ছে কাঙ্খিত শৈশব
খোঁজ নিয়েছ কি?
তোমার সুখের প্রাসাদে জমা টাকা আর
জমানো সুখের অসুখ !
পেট চালানোর দায়ে বিকোয় যে শিশু বাজারে,
নিয়ন আলোয় যার অন্ধকার ভবিষ্যতের ক্ষত,
বিদ্রুপ পরিহাসে অভ্যস্ত জীবনে
চোরাই চালান বন্দুকের নলে খোঁজে নতুন নিশান !
অনেক চেষ্টায় যে হয়েছিল সফল
বেকারত্বের যন্ত্রণায় মার্কশিট লুকায় হীনমন্যতায়,
ইতস্তত তার পদক্ষেপ হারায় চোরা গলিতে,
তোমরা তখন ব্যস্ত পরকীয়ায়!
একটু জাগো,ধ্বংসের ষড়যন্ত্র কান পেতে শোনো,
বেছে নিতে পারো একতা,সংকীর্ণতা কিংবা ইউটার্ন,
শুধু অপ্রকাশিত থাকুক তোমার আমার ঘুমিয়ে পড়া বিস্ময়!