বর্ষা শেষে শরৎকালে মেঘ পেল ওই ছাড়া,
অনেক দিনের কাজ ফুরোলো, নেই কোন আজ তাড়া।
জল থৈ থৈ পুকুর ডোবা, জলে ভরা খাল বিল,
শাপলা শালুক পদ্ম জলে, নীল আকাশে চিল।
ঘাসের আগায় শিশির বিন্দু মুক্ত সম ঝরে,
দীঘির জলে পদ্ম পাতায় জল টলটল করে।
মেঘ গুলো সব হওয়ায় ভাসে হালকা তাদের চাল
মাছ ধরার আনন্দে আজ জেলেরা ফেলে জাল।
লাঙল কাঁধে চাষীর দল মাঠ পানে যায় ধেয়ে,
পান্তা ভাতে লঙ্কা দিয়ে আনলো চাষীর মেয়ে।
কাজের ফাঁকে ক্লান্তি নামে ঘামে ভেজা অঙ্গে,
গাছের ছায়ায় ক্লান্তি ঘোচায় শীতলতার সঙ্গে।
কাশের বন তুলছে মাথা নেড়ে কেশর খানি
আকাশ জুড়ে ওই শোনা যায় মায়ের আগমনী।
তোমার আসার আশায় মা গো চেয়ে চেয়ে দিন গুনি
‘বাজলো তোমার আলোর বেনু’ আগমনী গান শুনি।
পুজো পুজো গন্ধে ভাসে আবাল বৃদ্ধ জন,
হিমের পরশ অঙ্গে মেখে খুশিতে মাতে মন।
এবার মা গো ধরায় এসে দিয়ে যাও এই বর
ধরায় আবার শান্তি ফিরুক, ঘুচে যাক অন্তর।