স’ব ফুল কি সুবাস ঢালে
পারিজাতের মতো
নানা মানুষের মনের তালে
কতোই ছন্দপতন
ধুয়ে—-মুছে —মনটা যদি
রোদ্দুরে মেলা যেতো
সূর্যকিরণে নিরবধি
শুকোত কলুষ যতো
মানবতার করলে চাষ
হয়তো সুফল হতো
মান-জ্ঞান -হুশে ফিরতো
মানুষ মানুষের মতো
মনুষ্যত্ব— বিবেকবোধের
করলে সাধনা
মন হতো যে পারিজাতের
সুবাসে অনন্যা।