মন পাখি ডানা মেলে উড়ে যেতে চায়
পেঁজা তুলো মেঘ দেখে সাধ জাগে তায়,
পিং পং খেলবে সে আকাশের ‘গায়
গুনগুন কুহুরব পরাণেতে ছায়।
পাখি হয়ে শাখে বসে মুখরিত গানে
অরুন তপন আলো মেখে নেবে তানে,
প্রভাতী সুরে যখন জাগবে সবাই
নতুন দিনের খুশি ছড়াবে যে ভাই।
ছায়া ভরা মায়াময় সুশীতল গ্রাম
অরূপ রূপের খনি জুড়ে মনপ্রাণ,
আগমনী সুর ভাসে বাতাসের ‘গায়
শিউলি কাশেরা হাসে দে-দোল দোলায়।
মানুষের মনে যতো বিষাদের ছোঁয়া
শরতের পরশেতে হবে বৃষ্টি ধোয়া,
প্রীতির বন্ধনে মাঝে ঘুচে যাবে দূর
জাগবে সবার প্রাণে মিলনের সুর।
জীবনের পরমায়ূ বড়োই সীমিত
বোধের পরশে চলা সকলের হিত,
একতা থাকলে যাবে,ঘুচে সব ভয়
এসো,সবে গেয়ে যাই-জীবনের জয়।