আমার আমিত্বে আর এখন নেই
কে আমি?কি আমার পরিচয়।
ঘুণে ধরা শরীর নিয়ে যতোই শেকল
টেনে লম্বা করিনা কেনো?
আমি আর আমিত্বে নেই।
আমি বলি?আমি চলি?
না, আমাকে বলায়,আমাকে দিয়ে চলায়।
আমি লিখি?
না,আমাকে দিয়ে লিখায়।
তিনি কে?কোথায়ই বা থাকেন?
কেনো থাকেন? কি লাভ তাঁর?
তাঁর কোনো আকার নেই,নিরাকার তিনি।
তিন জনমেই আমার সাথে থাকবেন বলে –
সন্ধিতে আবদ্ধ ।
তাঁর নুরেতে তৈরী যিনি-
তাঁর উম্মত আমি;
তিনিও ওয়াদা বদ্ধ-নিধান কালের সেই দিনে
পাপী উম্মত পার করেই জান্নাতে যাবেন-
সবার পরে।
আজ ওপারে যাবার সংকেত পেয়ে অপেক্ষায়
দন্ডায়মান কাঠগড়ায়।