চৈত্রের হাওয়ার টান এই প্রথম ফাল্গুনে
দেখেছি তোমায় ক্ষতহীন ঠোঁটে
আজ স্মিত হাসি ফুটেছে রূপ সুষমায়
যা দেখে চোখ ভরে যায়
মন ভরে যায় ভালোলাগায়
আমি আকাশপ্রদীপ জ্বালাতে চাই
ওই নিপাট নির্মল ক্ষতহীন ঠোঁটে
তোমার দু’চোখের ভাষায়
ভেসে আসে অদ্ভুত মায়া-ডাক
যার ধ্বনি ও আভাসে
রাত বেয়ে দীর্ঘ স্বপ্ন নামে চোখের পাতায়
তুমুল স্পর্ধা ছড়িয়ে দিয়ে ওই ঠোঁটে তবু
তোমার বুকে এতটুকু কাঁপন ধরাতে পারেনি
আমার দিগন্তহীন ঝড়…
দ্বিতীয় পিপাসা নিয়ে এখনও
মর্ত ও দ্যুলোকের সেতুর উপর দাঁড়িয়ে
চৈত্রের হাওয়ার তীব্র টানের ভিতরেও
লাল পলাশের ফাল্গুন ছুঁয়ে থাকি ।