তীব্র আলোর চেয়েও দ্রুতগামী যে মন
আমাদের, তাকে কি আমরা কেউ
অতিক্রম করতে পারি!
পেরেছি কি কখনও !
কখনও পেরেছি কি মনকে বেঁধে রাখতে ইচ্ছেমতো !
চাইলেও মেপে দেখেছি কি কার সাধ্য কতটুকু !
যখন যেখানেই যাই গন্তব্যের দূরত্ব
আর প্রয়োজন হিসাবে প্রস্তুতি সাজাই
অথচ গন্তব্যে পৌঁছে যাবার আগেই সেখানে
পৌঁছে যায় মন, এমনকি যেখানে জীবনে
কখনও যাওয়া হয়নি,দেখাও হয়নি কখনও কোনদিন
মন ঠিক চলে যায় সেখানে একাই নিমেষে
একমাত্র ব্যতিক্রম দেখেছি আমার জীবনে
আমি যতবার যেতে চেয়েছি আমার নিজের কাছে
দাঁড়াতে চেয়েছি আমি নিজের মুখোমুখি
এই মনই আমার বাঁধা হয়ে ঠায় দাঁড়িয়ে থেকেছে নিশ্চল
আসলে নিজেকে অতিক্রম করা মনকেও
ফিরে আসতে হয় সেই মনেরই কাছে
মন তার নিভৃতিতেই মনকে ঘিরে রাখে
যতক্ষণ না প্রতিদ্বন্দ্বী হয় তার অবচেতন মন ।