এতগুলো বছর মাস দিন পেরনোর পর
তোমাকে আমার মতো করেই পড়তে পারতাম
কিন্তু এভাবে তো আগে পড়িনি কাউকে আর
ইচ্ছেও হয়নি ভুল করেও কখনও আমার
তবুও তোমার সদ্য বলা একটি কথার সমাপন
তীক্ষ্ণ নখের তীব্র আঁচড়ের মতো ভীষণ
আহত করেছে আমাকে
এমন কি অতীত ধারণাগুলোও দিয়েছে মুছে
এত স্পর্ধা যদি প্রত্যয়ে তোমার
নিজের অবস্থান বদলে পথে নেমে শুধুই শব্দ নয়
শোনাও শব্দের উচ্চারণ,শোনাও শব্দের ধ্বনি
বোঝাও স্বাতন্ত্র্য স্বতন্ত্র বাক্য বিন্যাসে লিখে
নিজস্ব অন্তর্লীন স্বর
নিছক নয় এ কানামাছি খেলা
এ যে জীবনের নানান অভিঘাতের এক একটি
আত্ম -নিবিষ্ট ও মগ্ন অন্বেষণ সারাক্ষণ
তোমার চটুল বিনির্মাণের অস্বচ্ছ ও অলৌকিক স্রোত থামাও
অহংকারের ঔদ্ধত্য কমাও আত্ম- সংযমে
আর ফিরে তাকাও পড়ে থাকা নিজস্ব স্মৃতিগুলোর দিকে
দেখো,তুমি নিজেই নিজের ভেতর কেমন
নিভৃত হয়ে উঠছ প্রতিদিন
চোখে মুখে আগের সেই গভীর আকুলিবিকুলি -দ্যুতি
আর নেই,সব ম্লান হয়ে যাচ্ছে অবিরাম ।