আমি চিনে নিয়েছি আমার কথা বলার অক্ষর
শিখে নিয়েছি আমার কথা বলার ভাষাও
সেই অক্ষর জ্ঞান
যা কোনদিন নিজের জ্ঞানের অনন্ত আলোর কথা
ভুলেও মুখে আনেনি কখনও
একজন জন্মান্ধও জন্মের পর বড় হতে হতে
জ্ঞানের আলো খোঁজে
সেও অক্ষর চিনে নিতে চায়
ভাগ্যিস লুইস ব্রেইল নামে কেউ একজন
অন্ধ বা জন্মান্ধদের কথা ভেবে
বর্ণমালার অক্ষরকে ব্রেইল করে দিয়ে গেছে
লেখাপড়ার জন্য
এই সব নিয়ে হয়তো আমরা সবাই ভাবিনা
কেউ কেউ ভাবি
এই পৃথিবীর মধ্যেই রয়েছে যে আরেক পৃথিবী
তার কক্ষপথের কোথাও অলৌকিক কোনও আলো নেই
যা জন্মান্ধরা দেখে চোখে
আমার চিনে নেওয়া কথা বলার অক্ষরে
কোনও স্পর্শ সংকেত নেই
সব সংকেত অক্ষরে অক্ষরে ভাষা হয়ে গেছে ।