তুমি ফোটাবে হাসি এসে
জানি শীতল মাঘের শেষে
আঁধারে ফাগুনে গর্জন করে এলে
অথচ লগন শেষে, সে-ই-ই ধরা দিলে।
বাজিয়ে বাঁশি আকাশে বাতাসে
শিহরণ জাগে ঋতুরাজ হাসে।
কালো মেঘে সে আছে ভেসে
বর্ষারাণী তা জানায় আভাসে।
বসন্ত ছাড়া লাগে না ভাল
ফাগুনে তাই সে ভিজিয়ে দিল।
কিছু মুকুল এমনি গেল ঝরে
মুখ বুজে পড়ে ধরণী ‘পরে।
ছড়িয়ে ছিটিয়ে ভ্রুণিত মুকুল
হতাশায় মন বসন্ত ব্যাকুল।
টুপটাপ ছন্দে তটিনি দোলে
বসন্ত ঢেউ হৃদয়ে তোলে
যায় ভেঙে ছুঁয়ে দুই কূলে
ফাগুনে বরষনে কানাকানি পলাশ শিমূলে।
শীতের কামড়ে ধূলোর চাদরে
সবুজ পাতাও বসন্ত বাহারে
অপেক্ষায় ছিল তোমার তরে
শিলাজ ধারা ছুঁয়ে গেল অধরে।
ঝোড়ো হাওয়া বলে বসন্তের কানে
মৌসুম এসেছে এখানে তোমারই টানে।