এমনই এক বর্ষার দিনে তুমি এসেছিলে
আজ আবার সেই বর্ষার দিন,
বৃষ্টিও পড়ছে বাইরে
শুধু তুমি নেই!
জানালায় দাঁড়িয়ে ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি,
আর ভাবি,
আকাশের তো সব রয়েছে।
একটু মেঘ ধার দিতে পারো আমায়!
আমার আকাশে বৃষ্টি ঝরাবো!
জানো; এখানে মেঘ আছে
কিন্তু বৃষ্টি হয় না!
ভিজতে চাই আমি,
ভিজিয়ে জল থই থই করতে চাই আমার আঙিনা!
তবুও বৃষ্টি হয় না,
গুমোট হয়ে থাকে, জমাট বেঁধে রয়েছে,
কেন যে বৃষ্টি হয় না?
আকাশে তো দেখি মেঘেরা জমাট বাঁধলেই
বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
আর ভিজিয়ে দেয় পৃথিবীকে,
ভাসিয়ে দেয় কতকিছু!
তবু আমার আঙিনা শুকনো খটখটে।
একটু মেঘ ধার দিও,
আমার আকাশে বৃষ্টি ঝরাবো।