আর, কাহারো কাছে, যাব না আমি,
তোমারি কাছে, রব হে।
আর, কাহারো সাথে, কব না কথা,
তোমারি সাথে, কব হে!
ঐ অভয় পদ হৃদয়ে ধরি,
ভুলিব দুঃখ সব হে!
হেসে, তোমারি দেওয়া বেদনা-ভার,
হৃদয়ে তুলি লব হে!
তব করুণামৃত পানে, হবে
কঠিন চিত দ্রব হবে
কঠিন চিত দ্রব হে!
আমি পাইব, তব আশিষ-ভরা
জীবন, অভিনব হে!