মনু মিয়ার শশুর বাড়ি
টিলা নামের গাঁয়েতে
শ্রাবণ মাসে বেড়াতে যান
পিছলে জুতো পায়েতে।
সাদা রঙের পাঞ্জাবী ও
জিন্সের প্যান্টটা পড়িয়া
বৃষ্টি ভেজা দিনে হাঁটে
গাঁয়েরই পথ ধরিয়া।
আমার সাথে দেখা হতেই
সালাম দিলাম মাঝ পথে
জবাব দিতেই পিছলে পরে
কাঁদায় ভরা তার রথে।
পা পিছলে পড়ার পরে
লাগলো কাদা গায়েতে
আরও অনেক ব্যাথা পেলো
মাথায় এবং পায়েতে।
এদিক ওদিক চেয়ে মনু
সোজা হয়ে দাঁড়ায়
কেউকি তাকে দেখে ফেলে
লজ্জাতে সে হারায়।