আমি কিছুতেই সমঝোতা করতে পারি না
আমার কিছু কবিতার সঙ্গে, অথচ সময় পেরিয়ে যায়
আমি কিছুতেই বোঝাপড়ায় আসতে পারি না,
আমার কিছু অপছন্দের কবিতার সাথে,
অথচ আমিই তাদের জন্মদাতা
কিন্তু তাদের দায় নিতে আমি আর রাজী নই
অবহেলিত আজ তারা আমার কাছে,
কিন্তু এমন মুহূর্ত যে কোন আসতে পারে
যখন তারা একত্রে ফিরে আসবে পুনরায় আমার কাছে, কৈফিয়ত দাবী করবে।
সব সৃষ্টিই
মহৎ কিংবা ব্যর্থ
পঙ্গু এবং যথার্থ
অদ্ভুত কিম্বা বাতিল
তারা সকলেই একসঙ্গে আমাকে চেপে ধরবে
কঠিন এক শ্বাসরোধী বন্ধনে।