সারা দিন কথার জনতা
অস্বচ্ছ আবিল ঘূর্ণি পানির জাল রেখে যায়।
তারপর কখনাে কখনাে
ধ্যান গাঢ়
ধেয়ানের নীল নীরবতা।
একা একা
একটি হয়ত আত শব্দ তখনও বুজে ফেরে নীড়।
একটি কথার তারা চোখ মেলে প্রাণের গভীরে।
একটু মর্মর তােলে কোন দর কাতার স্মৃতির।
তারই মাঝে হৃদয়ের স্পন্দনে ধ্বনিত
সৃষ্টিমূল আকুলতা আজো অকথিত।
সমস্ত শব্দের মাঝে
মে বিদ্যুৎ-চল শুন্যতা;
তাই যদি খুঁজেজ পাও
উভাসিত চেতনায় নিরর্থক সব মুখরতা।