মৃত্যুর আর্তনাদ, শুনেছ কি কখনো ?
হিংস্র শ্বাপদের নিঃশব্দ হানা !
পেয়েছ কি টের….
পাহাড়ের কোলে, গভীর জঙ্গলে –
ময়াল সাপের জড়িয়ে ধরা !
মুক্তির চেষ্টা প্রাণপণ,
কিন্তু বাঁধন আরও আষ্টেপৃষ্ঠে দৃঢ় থেকে দৃঢ়তর ।
নিস্তার নেই–
ঘন নিঃশ্বাসের দ্রুত উঠানামা ,
বুকে উত্তাল তরঙ্গের নিস্ফল দাপাদাপি ।
মুক্তির ব্যর্থ প্রয়াস ,
অবশেষে আসে নিস্তেজতা, আসে অবসাদ ।
বাঁচার স্বপ্ন আশা , ভালোবাসা সবই;
দগ্ধ হতে হতে ভাজা পাঁপরের মত
মুচমুচ শব্দ লহরে ,
খান খান হয়ে মিলিয়ে যায় ,আকাশে বাতাসে ।
আশাহত, ব্যর্থ নিজেকে বাঁচাতে ।
জানা নেই কেমন ভাবে ,
কে যেন দিয়ে গেল মুক্তির স্বাদ ,
আনল টেনে শেষে, শবের আঙিনায়।