একটি মাত্র ফোন
নাড়ি কাটে শৈশবের বন্ধন ,
আসে দুরান্তের
শেকড় ছেড়া নাভিমূল হতে
ভূমিকম্পের মতো হৃদয় বিদীর্ণ করে,
আসে প্রবল ঝড়ের দুর্যোগ রাতে।
অকাল ঝড়ে বিপণ্ন শৈশব
ছিন্নভিন্ন মিষ্টি মধুর স্মৃতির ঝাঁপি বয়ে
মুখ থুবড়ে পড়ে দুরন্ত কৈশোর ,
যৌবনে ছাড়াছাড়ি অন্নের সন্ধানে ।
খইয়ের ছড়া আর ধূপের গন্ধে মহা মিছিল
পুত্র হারা শোকে মাতা পাথর প্রতিমা,
নিভে গেলো, নিভে গেলো মধ্য তিরিশেই
আশার একমাত্র সলতে
প্রতিবাদের ঝড়ে।
উবে গেল চিতার ধোঁয়া হয়ে
সদ্য ফোটা স্বপ্নগুলো বন্দুকের নলে ,
হলাম আমি সাথীহারা হঠাৎ খবরে।
কিন্তু, চাইনি তো আমি এমন ভুবন –
যেথা মিথ্যার যুপকাষ্ঠে
বলি হয় সত্যের জীবন, যখন তখন ।
কি করে ফিরে পাবো সেই ধর্ম যুগ ?
শিরদাঁড়া না বেচে যেথা
থাকবে যৌবন চিতিয়ে বুক ।
লক্ষ কোটি মানুষের কন্ঠস্বর
জেগে উঠবে একসাথে ,
মায়ের কোল থাকবে পরিপূর্ণ
হবেনা খালি।