অনেক আশায় আছি বসে
আসবে তুমি ঘর,
সোহাগ মাখা আনন্দেতে
রইবো জীবন ভর।
তাইতো সদা চেয়ে থাকি
রাত্রী দিবা পথ,
আসবে কখন দ্বারের পানে
তোমার আসার রথ।
প্রেম পিয়াসী মনটা আমার
যেন উথাল ঢেউ,
ব্যাকুলতায় কাটে এ মন
বোঝে নাতো কেউ ।
বহুদিন পর আসছো তুমি
পুলকিত মন,
তুমি বিনা এবং ঘর লাগে
নীরব শূণ্য বন।
এসো প্রিয় ত্বরা করে
আলোয় ভরুক ঘর,
দখিনা বায় করবে খেলা
আমার উঠোন ‘পর।
মন উচাটন এলোমেলো
সয় না দেরি আর,
অপেক্ষাতে প্রহর কাটে
সময় লাগে ভার।