ঝড় আসে ঝড় যায় কতো ক্ষতি হয়
খুব জোরে হাওয়া বয় সারা দেশময়।
কতো তার নাম ডাক সেও জানা যায়
আয়লা রিমেল উম্পুন ক্ষতি করে যায়।
কেউ আছড়ায় জোরে বৃষ্টি ঝরায়
কেউ দানা ডানা মেলে পশ্চিমে ধায়।
কার মনে ওঠে ঝড় কেউ ভোগে বেশ
ঝড় সম্পর্কতে কারো সংসার শেষ।
কোথাও বা প্রাণ হানি কান্নার রেশ
ঝড়ে পড়ে জাহাজের মাস্তুল শেষ।
ভাঙে কতো গাছপালা ওড়ে বালুচর
বিমানের পর ভাঙে দরমার ঘর।
ঝড়ে উড়ে যায় পাখি ডানা ঝটপট
জিনিসের দাম বেড়ে যায় চটপট।
ভয়ে সব ঘরে ঢোকে রাস্তায় নট
ঘরপোড়া গরুগুলো করে ছটফট।
কতো বাঁধ ভেঙে যায় জলোচ্ছ্বাস হয়
কোটালের কালে পথ ভেসে চলে যায়।
কালবৈশাখী ঝড়ে কতো ধ্বংস হয়
ধ্বংসের পরে নব জাগরণ ও হয়।
মাঝে মাঝে এই রূপ ঝড় ওঠা ভালো
এই ঝড়ে মুছে যায় সমাজের কালো।
এই ঝড়ে পালটায় সমাজের গ্লানি
এই ঝড়ে খুঁজে দেখি বিবেকের বাণী।।