মনে হয় সব চাওয়া শেষ হলে পরে
সব পাওয়া থমকাবে তোমার ভিতরে।
সব তারা একবারে যদি ঝরে যেত
তোমার চোখের তারা ঔজ্জ্বল্য হারাতো।
পাহাড় শিখর দেখি যেখানে যেভাবে
মনে হয় নদী বয় পাহাড়ের খাঁজে।
হৃদয়ের ঠিকানাটা যারা বদলেছে
মেঘ ছেঁড়া রোদ এসে সেখানে পড়েছে।
রাতের জোনাক প্রভা যে আলো জ্বেলেছে
তোমার আকাশে আজও অম্লান আছে।
ক্ষণিকের ভ্রমে যারা প্রিয়াকে ছেড়েছে
মৌমাছি ভ্রমরেরা সেখানে জুটেছে।
তার থেকে যদি প্রেম পেতেই চেয়েছে
সে চাওয়ার অন্ত নেই যে ভালোবেসেছে।
চাওয়া আর পাওয়া যদি হারিয়ে গিয়েছে
বুকের নিটোল ব্যথা স্থান বদলেছে।
সে ব্যথার নীল ঢেউ সাগরে পড়েছে
বেলাভূমি রণ-ক্লান্ত ঢেউ ভেঙে গেছে।
ডুবে যায় ভেসে যায় যে প্রেমে পড়েছে
বাঁচবার পথ নেই প্রেমে যে ভেসেছে।।