এখন সন্ধ্যা, হৃদয় বন্ধ্যা
যেই তুমি চলে গেলে
যত ছিলো সুখ রাঙা কিংশুক
নিয়ে গেলে অঞ্চলে ।
রোদ্রের ফণা বৃষ্টির কণা
হয়ে ঝরে যার চোখে
সে এখন দূরে রাতের শরীরে
খোঁজে তার দয়িতকে ।
এখন সন্ধ্যা, হৃদয় বন্ধ্যা
যেই তুমি চলে গেলে
যত ছিলো সুখ রাঙা কিংশুক
নিয়ে গেলে অঞ্চলে ।
রোদ্রের ফণা বৃষ্টির কণা
হয়ে ঝরে যার চোখে
সে এখন দূরে রাতের শরীরে
খোঁজে তার দয়িতকে ।