নীল গোলাপী রেশমী ফিতায়
গড়া সুন্দর রাখি,
নানান রঙা পুঁতির বাহার
মাঝে সোলার পাখি।
রকমারি কেনে রাখি
বোনরা খুশির সাথে,
পূর্ণিমা দিন শুভক্ষণে
পরাবে ভাই হাতে।
ভাদ্র মাসের পূর্ণিমা দিন
ঝুলন উৎসব তিথি,
এই দিবসে রাখি বন্ধন
পালন প্রচল রীতি।
প্রতিবছর এমন দিনে
অপেক্ষায় রয় বোনে,
আনন্দে মন থাকে অধীর
কেবল প্রহর গোনে।
ভাইয়ের সাথে শপথ নেওয়া
প্রেম মমতা সনে,
থাকবে পাশে পরস্পরে
সুখ দুখ সকল ক্ষণে।