আমরা কজন প্রিয় সুজন বাড়াই দুটি হাত,
আজকে রাখি বন্ধন তাই খুশীর সুপ্রভাত।
বোনের রাখি ভাইয়ের হাতে রাখির শুভ দিন,
বিপদ বাধা তুচ্ছ করে আনবো গো সুদিন।
থাকবে নাকো মনের গ্লানি থাকবে নাকো পাপ,
বুকে জড়াই ভাই বন্ধু দূর হোক মনস্তাপ।
নিজের পরের নেই মনে আজ সবাই আপনজন,
বিভেদ ভুলে আনন্দে আজ সবাই প্রিয়জন।
সারাবছর নয়কো চাইবো সারাজীবন থোক,
বন্ধু স্বজন পাশে থাকুক সবাই সুজন হোক।
পবিত্র দিন খুশীর এদিন বিভেদ ভুলে যাক,
খুশীর হাসি ফুটুক মুখে সুখে মন ভাসাক।
দুঃখ কষ্ট আজকে ভুলি মনের আনন্দে,
মোহন বাঁশি আজকে বাজুক মনের অলিন্দে।
সুতোয় বাঁধা হোক না রাখি মনেরই বন্ধন,
একই মনে একই প্রাণে বন্ধু বা ভাইবোন।
রাখি বন্ধন মনের বাঁধন প্রাণের আলাপন
মনের মিলে সবাই সমান উঁচু নীচু ব্রাহ্মণ।।