ভাসা ভাসা মেঘে নয় , আমূল গভীরে
বিজনে বৃষ্টি পড়ে মনের নিবিড়ে ।
সেখানে ছড়ানো ডানা ওড়ে পতপত
রসের হদিস পেতে পেতেছো শপথ !
সাত পাঁচ দায়িত্বে কোনঠাসা তিল
বাদামি চাঁদেই হোক মুখোমুখি মিল ।
সংসারী সিন্দুকে সাজিয়েছো চাবি
বৈকাল হ্রদে ভাসে আলুথালু নাভি ।
অপটু আঙুলে খুলি শারীরিক ভাঁজ
রোমে রোমে মোম জ্বেলে , ঘুমে কারুকাজ ।
আধজাগা জানালার ফাঁকে তাই দেখা
অক্ষর অনুবাদে খেতে পারি ছ্যাঁকা !
তোমার লুকোনো যত চারু সম্পদ
ধুয়ে মুছে জুড়ে দিলে পদাবলী পদ ।
তবুও কবিতা কেন হতে চাও , কবি ?
শব্দ কৃপণ , পটে অধরার ছবি !