দূরগামী মন বহুমুখী পথের প্রান্তে এসে
বহুরূপে খানখান থান হতে পারে ,
মনের অতীত কথার সত্যজলে
কোনও বদলি স্রোতের সত্য জন্মাতে জানে না ।
প্রতি বাঁকে ধাক্কা শোক বয়ে বয়ে
যুবতী নদীর বুক শুকনো হয় একদিন
সুপ্রাচীণ মোহনার বার্ধক্য বাণে ,
উৎস সুখ বোধি বৃক্ষের বীজে তথাগত
কখনও দুঃস্বপ্নেরও দুঃখে পুড়তে পারে না ।
যৌগিক যাপনের শেষ যানে
ডাইনোসর ডুলির ডমরু ,
মৌলিক জীবনের বয়স বাড়ে না ।