আমাকে দুমুঠো ডাল ভাত দাও
আমাকে সাধারণভাবে বেঁচে থাকার বন্দোবস্ত করে দাও
এরপর আমার হাতের বাধন খুলে দাও
এরপর আমার পায়ের শিকল খুলে দাও,
দেখ এবার আমি তোমাদের জন্য কি করতে পারি।।
আমাকে তোমরা রাজনৈতিক ষড়যন্ত্র থেকে দূরে রাখো
কোন দেনা পাওনার হিসাব-নিকাশ থেকে আমায় মুক্তি দাও
আমার সাধনা তেই আমায় থাকতে দাও
ঐশ্বরিক শক্তি বলে যদি কিছু থেকে থাকে – আমাকে তা প্রাপ্ত করতে দাও
ভোগী না হয়ে আমায় ত্যাগী হতে দাও,
দেখো এবার আমি তোমাদের জন্য কি করতে পারি।।
আমার আগে পিছে ভাবার কিছু নেই
আমার ডানে-বাঁয়ে কিছু দেখার নেই
আমার শুধু সামনের দিকেই দেখার আছে
আমাকে কোন দিকে তাকাতে বলো না
আমাকে শুধু সামনের দিকেই এগিয়ে যেতে দাও
এরপর শুধু দেখতে থাকো…
শুধু দেখতে থাকো এবার আমি তোমাদের জন্য কি করতে পারি।
আমার হাত পা, সারা শরীর ছেড়ে দিয়ে দেখ শুধু
এবার আমি তোমাদের জন্য কি করতে পারি।