ছিঃ, বাঙালি ছিঃ
তোমরা করলে একি ?
বিশ্বজুড়ে ছিল তোমাদের কত সম্মান
আজ বিশ্বজুড়েই কেবল বাঙালির অপমান
আকাশ ছোয়া ছিল বাঙালির মান মর্যাদা
সব মান মর্যাদা নষ্ট হয়ে তা হয়েছে পরিণত একটা মস্ত নর্দমা ,
ছিঃ, বাঙালি ছিঃ
বাঙালি খুইয়েছে আজ নিজের ইতিহাস; নিজের সংস্কৃতি
নিজের ঐতিহ্য; সাহিত্য; পাশ্চাত্য জ্ঞান; ভুলে গেছে সবই
এ কোন বাঙালির জন্ম হচ্ছে এই বিশ্ব সভায় ?
এ কোন নব আকাঙ্ক্ষার আবির্ভাব দেখা যায় সময়ে সময়ে ?
পৃথিবীর সভ্য চেতনারা গুমড়ে গুমড়ে কাঁদছে
পৃথিবীর সব মায়াময় নক্ষত্ররা এই মূর্খ বাঙ্গালীর রঙ্গ তামাশা দেখছে,
আজ বোধহয় বাঙালিরা সত্যি সত্যিই তামশার পাত্র-পাত্রী
বলে দিয়ে যায় পুরনো ইতিহাস আজকের সময়ের হাত ধরে
বলে দিয়ে যায় মুমূর্ষ যাতনার কথা এই ধরিত্রী,
এখনো সময় আছে…. জেগে ওঠো হে বাঙালি,
প্রদীপের আলোটা হয়তো নিভু.. নিভু… ওটাকে জ্বালাও এক্ষুনি
বাঙালির হাতে থাকা সেদিনের মশালের হাতলটা ধরো আবার শক্ত করে
প্রমাণ করে দেখাও.., প্রমাণ করে দেখাও…, বাঙালি এখনো সবাই যায়নি মরে,
বিশ্বময় এই যে আজ বাঙালির হচ্ছে অপমান
মুছে দিয়ে সব অপবাদ আনতে হবে নতুন প্রবাদ
নয় অসম্মান, নয় তিরস্কার, নয় অভিমান
বিশ্ব মাঝে করব রচনা বাঙালির নয়া সম্মান,
বিশ্ব মাঝে আনবো ফিরিয়ে বাঙালির সেই হারিয়ে যাওয়া মান-সম্মান।