মনের কথা মনেতেই থাক গোপনে,
না বলা কথা লেখা থাক চোখের কাজলে।
নীরবতা নেমে আসুক ঠোঁটের দুটি পাতায়,
চুপকথারা পাপড়ি মেলুক নতুন ভোরের আশায়।
কথা বলা বেঁচে থাকে মনের চুম্বকীয় টানে,
দুটি হৃদয়ের মনের আদান প্রদানে।
আমার না বলা চুপকথারা বৈদুর্যমণির মতো,
দীপ্যমান হয়ে থাকুক তোমার অন্তর জুড়ে।