যারা এক পেগ খেয়ে ডিনার পার্টিতে মেয়েদের কাঁধে হাত রাখে
তারা একটা সন্ধ্যার জন্য অতিমানব হয়ে ওঠে।
এই অতিমানবেরা দু পেগ খেলে এরপর কোথায় হাত রাখবে আমরা জানি না।
হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, বলেছেন শঙ্খ ঘোষ
সুতরাং কাঁধে হাত রাখতে রাখতে তারা ভাবে এরপর
ঠিক কোথায় হাত রাখলে খারাপ দেখাবে না।
মানুষের হাত এক অসামান্য অঙ্গ, গাছ থেকে ফুল পেড়ে
একজন আর একজনের দিকে এগিয়ে দিলো
সে কি হাত না থাকলে হতো? অন্ধকারে আমার হাত
খুঁজে বেড়াচ্ছিল একটা মুখ, খুঁজতে খুঁজতে
কান্নাভেজা চোখের কাছে এসে থেমে গেল আমার হাত
অন্ধকারে হাত দিয়ে না ধরলে আমি জানতে পারতাম না
মানুষ অন্ধকারে যত কাঁদে আলোয় তত কাঁদতে পারে না।
ডিনার পার্টিতে অচেনা একটি মেয়ের কাঁধে হাত রেখে কথা বলছেন অধ্যাপক
তাঁর এক হাতে হুইস্কি
কিন্তু যে হাত হুইস্কি ধরে থাকে সে হাত আমরা যেমন ফেলে দিই না।
তেমনি যে হাত অচেনা কাঁধ ধরে আছে সে হাত নষ্ট হয়ে যায় না।
বসন্তের আগে যেমন হঠাৎ এক পশলা বৃষ্টি
তেমনি জাগরণ ও ঘুমের মাঝখানে আমাদের দরকার ডিনার পার্টি
ছিঃ ! তৃতীয় বিশ্বের একটা গরিব দেশের লোক হয়ে
ডিনার পার্টি দেখাচ্ছো? লজ্জা করে না?