জাদুকর ও গণক একসঙ্গে ভিক্ষা করে আজ, অস্তরাগ
চলেছে তাদের নিয়ে নীল নৈর্ঋতের দিকে, তাদের পসার
নেই আর, তবু শীর্ণ, শঠ, কুরূপ, দরিদ্র মেয়েদের বলে
মড়কের পর এই শতকের শেষে তোরা হবি ইন্দ্রাণীর
মতো রজস্বলা, মহিষীর কানে ভাঁড় যেই একথা পৌঁছবে
আবার আরম্ভ হবে অপবিত্র ব্ল্যাকআর্ট। তাসবংশের
শেষ মুদ্রা খেয়ে ফেলে গাধা, চশমা মিলিয়ে যায় মহাকাশে।
যব থেকে তৈরি মদ শুঁকে শুঁকে গেল জিভ—অপ, তেজ, সোরা
মিশিয়ে যাহোক কিছু করো; কোনও লন্ডভন্ড না হলে অসাড়
লাগে শৃঙ্গারের সূত্র, পাখি ও পিঁপড়ে। যাবে জ্যোতিষ বিফলে!
আমরা এতই ব্রাত্য, ঘৃণার? যে গ্রাম দিয়ে গেলে শস্যহানি
হতে পারে এ বছর? শৃগালকে দেবতার মতন দেখাবে?
থাকতে না পেরে তারা আগুন লাগিয়ে দেয় চাঁদে ঢুকে, ফের
পারদমিশ্রিত মাটি মুঠো মুঠো খায়, বমি করে, আর কাশে।