গলি শেষ, জলে ডুবে মারা গেছে লাল ব্রথেলের দুটি মেয়ে।
দু’ টাকা নব্বই তবে আগুনে পোড়াও
ওঠে চাঁদ, তারপরই
দেখি কুমারীরা নাচছে থাম ঘিরে ঋতুর খবরে,
খুব ঢিমে
তালে। মাসি, যদি মরি, যারা বাকি আছে,
তাদেরকে নিয়ে যেন মরি।
গলি শেষ, জলে ডুবে মারা গেছে লাল ব্রথেলের দুটি মেয়ে।
দু’ টাকা নব্বই তবে আগুনে পোড়াও
ওঠে চাঁদ, তারপরই
দেখি কুমারীরা নাচছে থাম ঘিরে ঋতুর খবরে,
খুব ঢিমে
তালে। মাসি, যদি মরি, যারা বাকি আছে,
তাদেরকে নিয়ে যেন মরি।