আছে মহাকাশ
নীচে অল্প বিছানায় তুমি শুয়ে আছ।
ঝুঁকে, আস্তে করে
কামড়িয়ে দিই গরম মঞ্জরি
দুটি পাখি ডেকে উড়ে যায়, তারা সাক্ষী, প্রকৃতির রায়
এই ভেবে বাড়ি ফিরে আসি
কার বাড়ি, বাবা বানিয়েছে?
সামনে বাগান; তার হাতে করা, পেঁচিয়ে লতিয়ে ওঠা
পাতাঝোপ
ঘরে এসে খিল আটকিয়ে দিই।
বিবিধ শিরীষ রোদ ধাতু পুষ্প মরাল কল্পনা
কিছু ধরব না
যদি ফস্কে খানখান হয়ে ভেঙে যায় বাটি
যাকে গ্রাহ্য করি জ্ঞান
ভাবি বিশেষ তরঙ্গ, যাকে দিয়ে যোগাযোগ করি
পুরো প্রকৃতিকে লতায় দুলিয়ে।
এই ভেবে বাড়ি ফিরে আসি
কার বাড়ি, বাবা বানিয়েছে?
সামনে বাগান?
লেপের তলায় শীতে কেতকীকে আঁকড়িয়ে
গভীর কল্পনা করো পাখি দিকে দিকে
একটিও উড়ছে না ঝাউবনে, অসীম অভ্যাসে
তুলোয় প্রবেশ করে বন্ধ করে দিই বিশেষ বেতার।