সেই মেঘ বালিকা, যার বয়েস কখনও বাড়তে নেই,
এখনও অনেক ছোট পড়াশোনা করে অবিরত।
তোমার গোপন ঘরে ঝুম ঝুম নুপুর ধ্বনির শিহরণ তোলে,
আকাশে মেঘের দোলনায় দোলে,
মিঠে রোদেলা আঁচে দগ্ধ শহরে হঠাৎ এক পশলা বৃষ্টির মতো আসে আচম্বিতে!
মনের মধ্যে নামায় শান্তির বারিধারা।
তুমি যাও তার কাছে
নিজের সঙ্গে তুমুল দ্বন্দ্বে আন্দোলিত না হয়ে,
স্বপনে ,জাগরণে উদ্ভ্রান্তের মতো খুঁজে চলা সেই মেঘ বালিকার কাছে যাও।
বলেছিলে ত্যাগ ছাড়া প্রেম বাড়ে না! অনেক টা পুরোনো ভাতের চালের মতো।
তাই তোমাকে ভালোবেসে আমি বকুল গাছ হলাম।
নীরবে সুগন্ধি ছড়িয়ে টুপটাপ ঝরবো পদদলিত দুর্বাঘাসে, যেখানে ভোরের শিশির বিন্দু হিরের ঝলকানির তুলে হাসে।
মিলিয়ে যায় নীল আকাশের বুকে।