তাহলে কি আমি হার মেনেছি…
ফেরৎ পাইনি কিছুই ?
নাভিকূপ ভেদ করে তেড়ে ওঠা শ্বাস
সীমান্ত সীমানায় ঝুলন্ত মরদেহ হয়ে
হাজার বছর ধরে উত্তর হাতড়ে বেড়ায়।
অবদমিত ঝংকার,
সীমান্তের লৌহ প্রহরী,
উদ্দেশ্য, সাক্ষাৎ হবে বুঝি
অগণিত এলোমেলো বেহিসেবি প্রশ্নের!
তুমিও কি খুঁজছো আমায়? ঠিক এমনিভাবেই ?
কখনও কি অনুভব করেছ
প্রস্ফুটিত ফুলের হাসিতে
ফুলের ঐ শুভ্র বুকে যে ব্যথার কিট দাগ কাটে ?!
একশ বছর মৌনতা নিয়েছি লীজ
খুব কাঁচা আবেগ জমা রেখেছি এই বুকে,
জানো কি তুমি তা…
এ শহর প্রতিদিন কতখানি চুপ থাকে ?