জীবনের ছন্দ আসে প্রেম অনুরাগে
সম্পর্কের মাধুর্যতা ভালোবাসা মাঝে,
আলাপনে গভীরতা কাটে সন্ধ্যা সাঁঝে,
পরিণয়ে আবদ্ধতা সপ্তপদী রাগে।
জীবন যাপন কালে অমাবস্যা আসে
প্রেমিকের রুঢ়বাক্য আনে দেহে ক্ষয়,
জোড়াতালি দিয়ে চলে মনে থাকে ভয়,
মৃত্যরূপী দ্যুত এলো প্রেম বুঝি ভাসে।
পরকীয়া প্রেমে মেতে স্বামী গেল দূরে
রক্তাক্ত হৃদয়ে প্রিয়া তীর বেঁধা পাখি,
পিরীতের ভাষা জ্বেলে শূন্য হৃদি রাখি,
প্রেমিকের অপেক্ষায় গাঁথে মালা সুরে।
বিরহে যামিনী কাটে তবু বুকে আশা
ঠাকুরে বিশ্বাস ধরে ফিরে তাকে পাবে,
স্বর্গ সুখে মাতামাতি প্রেম গীত গাবে,
বরণ করবে তারে দেবে ভালোবাসা।
উত্থান পতন রয় জীবনের সাথে
বোঝাপড়া থাকে যদি কাটে দিন ভালো,
ধিক্কারেতে হাহাকারে ভরে সদা কালো,
গৃহিনীর দক্ষতার চাবি থাকে হাতে।