প্রজাপতি পাখনা মেলো দলে,
খুকুমণি সোহাগ সুরে বলে।
বাগান মাঝে নিত্য বেড়াও উড়ে,
সন্ধ্যা হলেই যাওগো চলে দূরে।
রঙ বাহারে উজল তোমার পাখা,
দেখতে লাগে যেন আবির মাখা।
ফুলের শাখে সুখে দুলে দুলে,
কতই মধু খাও যে লুটে তুলে।
ইচ্ছে করে খেলি তোমার সাথে,
আদর করি যত্নে নিয়ে হাতে।
উড়ে উড়ে তোমার পাখায় চড়ে
ঘুরে আসি জগৎ ভ্রমন করে।
জানবে না মা খুঁজবে ব্যাকুল হয়ে,
ডেকে ডেকে ফিরবে বিষম ভয়ে।
আমি পরে ভ্রমণ শেষে এসে
বলবো গল্প মায়ের কাছে হেসে।
অবাক হয়ে বলবে রেগে মা যে,
যাও নি ব’লে, খুঁজছি সকাল সাঁঝে।
আবার যদি না ব’লে যাও চুপে,
আসতে পারে বিপদ ভীষণ রূপে।