কয়েকটা এলোমেলো কবিতা নিয়ে সেলাই করতে বসি
ভুল হয়ে যায় সুতোর রঙ
সত্যি,
ভাবি বৃথা এ শিকড় জন্ম কেন?
কেন রোদের ভেতর পোকার ঘ্রাণ
আর ছায়ার বুকে অজস্র রূপ-নদী?
এতো চিন্তায়-
ঘুমের ভেতরে আর কোনো দরজা দেওয়া হল না
সবকিছু পর্দাহীন
অসুখ রঙের ওলোট পালোট
সেলাই এর হাতটা ধিরে ধিরে
অকেজো হয়ে যাচ্ছে