বলতে পারেন হুতোম প্যাঁচার
কয়টা ছিলো টিকি?
কেমন একটা হেঁয়ালি সে
দিলাম বলুন দিকি?
কালীপ্রসন্ন সিংহ তারই
নক্সা হুতোম প্যাঁচার
নামটা শুনে বঙ্গমানব
হবেননা মুখ ব্যাজার!
সুব্রাহ্মণ কালী ছিলেন
সততারই প্রতীক
ব্রাহ্মণদের অনাচার সে
মানতেন না ঠিক
যে ব্রাহ্মণ অনাচারী
কিম্বা ব্যাভিচারী
তাদের ওপর রাগটা ওনার
পড়তো গিয়ে ভারী!
সেই সকল বামুনকূলের
শাস্তিস্বরূপ বটে
মস্তকেরই শিখা কেটে
ডুবিয়ে জলের ঘটে –
নাম অপরাধ লিখে রেখে
সাজিয়ে রেখে তাই
জমিয়ে ফেলেন কেশের টিকি
এমন একান্নটাই!
তাই তো বাঙলা সাহিত্যেরই
ইতিহাসবিদ জানে
হুতোমপেঁচার একান্নটা
টিকির আসল মানে!